শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭

ঢাবিতে ক ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১২জনের সাজা!

join-me-on-facebook-button

ঢাকা বিশ্ববিদ্যলয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১২জনের সাজা!!!! কড়া পাহারার মধ্যেও ঢাকা বিশ্ববিদালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় থেমে ছিলনা জালিয়াতি। ‘ক’ ইউনিটের ভর্তি পারীক্ষায় জালিয়াতি ধরা পড়েছে।

তবে এবারের ভর্তি পরীক্ষায় অভিনব পদ্ধতির আশ্রয় নিয়েছিলেন এসব জালিয়াতরা। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে ইলেকট্রনিক ডিভাইসসহ তাদের আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আটককৃতরা হলেন-  নাহিদ হাসান কাওসার, তানভীর হোসাইন, রফিকুল ইসলাম, খন্দকার মিরাজুল ইসলাম, এস এম জাকির হোসাইন, আবু হানিফ নোমান, আল ইমরান, নূরে আলম আরিফ, সৌমিকা প্রতিচী সাত্তার, আরিফা বিল্লাহ তামান্না, শাহ পরান ও আবুল বাশার।

আটককৃতদের মধ্যে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, শেখ বোরহান উদ্দিন কলেজ ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সদ্য এইচএসসি পাস করা কয়েকজন ছাত্র-ছাত্রী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, পরীক্ষার পরিদর্শকরা বিভিন্ন কেন্দ্র থেকে ডিভাইসসহ ১২ জনকে আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।

এর আগে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

join-me-on-facebook-button

0 comments: